যৌবনের মোহমায়া ছাড়িয়া চলিলে
গিরীধামে উর্দ্ধমুখে গভীর তিমিরে
যারেই দেখিতে পাই ভস্মের অতলে
ধ্যান মগ্ন ভস্ম কায় গুহা অন্তঃপুরে|


ধাবিয়া আসিছে কুম্ভ প্রাচীন সংস্কার
এলাহাবাদের তটে সাধু সমাগমে
পুণ্য স্নানেই হইবে পাপ বহিস্কার
বিশ্বের বৃহৎ মেলায় সাধ্বী আগমনে|


অযুত কোটির ভিড়ে- সঙ্গমের তীরে
নাগা সাধুর আখাড়ে আসিবে ফিরিঙ্গি
ভীষণ উষ্ণতা কোটি পূর্ণাথীর ভিড়ে
শাহী স্নানের সময় প্রহরীরা সঙ্গী|


সাধারণ কুম্ভ চারে অর্ধকূম্ভ ছয়
বার বৎসর পরেই মহাকুম্ভ হয়|


           *********