প্রভাত রবির আগে ঘুমঘোর ছাড়ো
যেতেহবে বহুদূর উঁচু নিচু পথে
অনেক হয়েছে দেরী হয়ে যাও জড়ো
ছাত্র যুবকের দল চলো এক সাথে|


শরীরের সাথে নয় আপোষ কখনো
এসো শুরু করি আজ সামান্য ব্যায়াম
স্বাস্থ্যই সম্পদ কথা মনে থাকে যেন
প্রবীণেরা খোলা মাঠে করে প্রাণায়াম|


গৃহ শিক্ষক আছেন হাতে গোনা নয়
শারীর শিক্ষার গুরু নেই প্রয়োজন!
সময় খারাপ খুব নিজে করো জয়
জীবনে এগিয়ে যাও পরে বিনোদন|


যদি করো হেলাফেলা ভুগবেই জ্বরে
কখনো চায়ের ঠেকে কেউ মোড়ে মোড়ে|


           *********