শিশুদের হাসিমুখ স্বপ্ন আগামীর
ভরসা যে শিশুতেই আশা অফুরান
তোমরাই দেশ হিতে সম্পদ জাতির
ভালোবাসি তোমাদের তোমরাই প্রাণ|


যতনে রতন মেলে কষ্টের ফসল
শিশু শ্রম দূরীভূত হোক দুনিয়ায়
শিক্ষা অধিকারে বেঁধো হবে শুভ ফল
মহা জ্ঞানী দেব শিশু ভালোবাসা চায়|


মহামারী কালে দেখি চক্ষু ছলছল
গুরু থেকে গুরু হীনে আকাল শিক্ষায়
অনলাইন পঠনে  ভাসে আঁখি জল
তবুও দুর্দান্ত ওরা মনে নেই ভয়|


শিশুর অহিংস মনে নব বিশ্ব রূপ
মোদের দেবশিশুরা ঈশ্বর স্বরূপ|
                ******


*** শিশু দিবস ১৪ই নভেম্বরে কবিতাটি পরিবেশন করা
উচিত ছিল সময়ের কারণে আজকে ১৫ই নভেম্বর
পরিবেশন করলাম|সকল কবি বন্ধু ও সকল পাঠককে আমার
আন্তরিক শুভকামনা***