রসুন চোঁচা উড়ল বলে
ঝগড়া চলে ভরদুপুরে
প্রেমের পীড়িত জমায় ভালো
যখন নেভে দিনের আলো
নিত্যদিনের কাজ|
ভেবে দেখতো  তাদের কি
একটুও নেই লাজ?


মুখে বারুদ জমাই থাকে
চিঙ্গারি টা এক ঝলকে
দেখতে টাটকা ফলের মতন
জিনের যত্ন হয়নি যখন
মাকাল ফলের চাষ|
ভেবে দেখতো পাইনি কেউ
একটুও তার বাস?


জমলে ধুলো অনেক গুলো
চোখের পর্দা বন্ধ হল
হয়তো তখন সার্জারিতে
বাঁচবে না সে চোখ!
তাই শুরুতেই পথ্য দিয়ে
বন্ধ করা হোক|


বাড়ি থেকে বিশ্ব পথে
সবার একই রোগ,
জেনেছে কেউ কোন ধরণের বিষ?
একেই বলে হোমিও মতে চরম সাইকোসিস!
                     ********