তুমি যে আসবে বলে  চলে গেলে দূরে
তুহিন মেরুর দেশে প্রচন্ড এ শীতে
আমার হৃদয় ফাঁকা বসে আছি একা
দেখছি তোমার ছবি ভীষণ নিভৃতে|


আমায় নিয়ে যেও ঐ হিমেল প্রদেশে
তুষারে ঘর বাঁধবো বুকে সুমেরুর
আজাদ হয়ে ঘুরবো বরফের দেশে
রইবে সবাই পড়ে দূর বহু দূর|


অমিও দেখতে চাই রুক্ষ শুভ্র ঝড়
হিমেল চাদর মুড়ে স্লেজ গাড়ি চড়ে
বরফ চশমা চোখে তুহিন সাগর
আমার উষ্ণতা পাবে তীব্র প্রেম জ্বরে|


যেখানে প্রভাবে আজ বিশ্ব উষ্ণায়ন
ভাসছে বরফ জলে বিশ্ব প্রদূষণ|
                *****