কালকের আড্ডাতে আমরা সবাই এসেছিলাম ।
ভাগাভাগি হয়েছিল নিজেদের মাঝে বহু সুখ কথা ।
সবারই চোখ ছিল উৎসুক আর আগ্রহী ।
প্রত্যেকেই ছিল মৃদুভাষী কিংবা সাবলীল ।
আর সে সাবলীলতার মাঝে ফুটে এসেছে - কবিতা আবৃতির ধ্বনি ।
যেই ধ্বনি মনমুগ্ধ করেছে প্রতিটি সরব হৃদয় ।


আমরা আড্ডায় বসেছিলাম ।
টেবিলের দুদিকে খালি পড়েছিল দুটি চেয়ার ।
একটাতে বসেছিল বিদ্রোহী ;
আরেকটাতে মিষ্টি পাপিয়া সুর ।
আর মাঝখানে সবাই , সে ভাবের স্রোতে -
ভেসেছিল , ভেসেছিল হৃদয় সাগরে বহুদূর ।


আড্ডার কোন মাত্রা ছিল না , ছিল যে কেবল সন্ধ্যা ।
আর অন্ত্যমিলটা ছিল সবার মনে ।


আমাদের মাঝে এসেছিলো আমাদেরই অগ্রণীরা ।
যাদের রূপ - রসে এ ভাষায় আজো রয়েছে জীবন ।
এ জীবনের ভেলায় ভেলা বেয়ে গেছে কত স্রোতধারা ।
আর সেই স্রোতধারার মননের মানচিত্রে -
আমরা একে একে দেখেছি আজকের নজরুল ।


রচনাকাল : ১১ই জ্যৈষ্ঠ , ১৪২১