অনেকদিন আগে একটা শায়েরী লিখেছিলাম আবেগের বসে , কি লিখেছিলাম জানিনা , তবে আজ এখানে দিলাম_________


মূলঃ
मुझे कुछ कहना मत , साफ साफ केह दिया ।
कहने के बाद पता चाला , हाय! कहा केया  ।।


উচ্চারনঃ
(মুঝে কুচ্ কেহ্ না মাৎ , সাফ্ সাফ্ কেহ্ দিয়া ।
কেহ্ নে কি বাদ্ পাতা চালা , হায়্ ! কাহা কেয়া ।।)


ভাবানুবাদঃ
আমাকে কিছু বলোনা , সরাসরি বলে দিলাম ।
বলার পর বুঝতে পারলাম , হায় ! কি বলিলাম ।।


>> শায়েরী হয়েছে কিনা জানাবেন ; তাহলে একটু ভরসা পেতাম __________