ঐতিহ্যবাহী হাইকু এমন একটি বিষয় বহন করে যা আধুনিক জাপানী বা বিদেশী ভাষার হাইকুতে কখনই লক্ষনীয় নয় । এই বিষয়টির নাম “কিগো” , তবে হাইকু বোঝার জন্যে “কিগো” জানা জরুরী ।
“কিগো” বলতে এমন ধরনের “রূপক” শব্দকে বোঝায় যে বা যারা হাইকুতে উপস্থিত থেকে একটা সময় বা কাল বিশেষ করে “বাৎসরিক ঋতু” নির্দেশ করে ।
“কিগো”-র উপরের সংজ্ঞাটি একেবারেই প্রাচীন , কারন তখন হাইকু বলতেই প্রকৃতি বিষয়ক কিছু পদ্যপ্রয়াসকে বোঝানো হত । প্রকৃতি হাইকুতে একটি রুপকের আধার , আর তারই পরিপ্রেক্ষিতে অন্যান্য বিষয় নিজ নিজ অবস্থানে কিরেজীর মাধ্যমে বিভক্ত হয়ে একটি বাক্যে ভাব বা অপূর্ণ ভাব প্রকাশ করে ।
বর্তমানে “কিগো” বলতে সাধারন অর্থে রুপকটাই বোঝানো হয় , যদিও এর মানেটা তা নয় ।
এবার কিছু উদাহরন দেয়া যাকঃ
হাইকুতে ব্যবহৃত শব্দ  >
'kawazu  > (সাধারন অর্থ =  ব্যাঙ)>(রূপক অর্থ = বসন্ত কাল)
'shigure' > শরৎ/হেমন্ত কাল (এ শব্দটিই রূপক)


(চলবে)