খুব ইচ্ছা ছিল এই কবিতাটা –
কলম দিয়ে লেখার ।
কলম পাব কোথায় ?
উত্তর দিলনা কেউ !
ঠিক আছে , তবে জোগাড় করে নেব ।
আঁকবো কাগজে কয়লা দিয়ে ,
আমার মনের জ্বালা ।


এবার যখন কাগজ চাইতে গেলাম ;
ওরা চোখ রাঙিয়ে বলে –
এখন কি আর সে যুগ আছে ,
ওসব কবে শেষ !
লিখতে চাইলে “ট্যাব”-এ লিখুন ,
এ “ডিজিটাল বাংলাদেশ” ।


খুব কষ্ট লাগল ,
পারলাম না এ ব্যাথার মাত্রা দিতে ;
আর এই কবিতার যুক্তবর্ণ সব ,
ভাঙ খেয়ে আজ মাতাল হল ,
গান গেল পিরিতের ।


এ পিরিতের নাম “বৃক্ষজ্বালা”,
যেখানে খনার বচন অতীত ।
সেখানে কোন গাছ দেখিনা ,
দেখিনা সবুজের কোলাহল ।
শুধু একটা পাখি চড়ুই নামটি নিয়ে ,
মানুষের সাথে বাস করে ,
বাঁধে সাম্য নামের দল ।
...............................................................


(আজ “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে আমার এ প্রচেষ্টা)