ফ্যানের পাখা এখনও থামেনি ,
ঘোরা আছে আরও বাকি ।
কেবল থেমে গেছে বিদ‌্যুৎ প্রবাহ ।
কিন্তু তারই মাঝে কিছু শব্দ শোনা যায় ,
মাছি উড়ে চলা এ অন্ধকারে ।
তাতে আবিষ্কার করতে চায় নতুন করে -
চিরবিস্ময়ে থাকা এ যাযাবর মন ।
কিন্তু কেন ?
হয়তবা আদিম চিন্তার বলে - আগুনের খোঁজে ,
পাথরে পাথর ঠুঁকে ।
এতে দেখা দেয় স্বপ্ন ,
শুধু দূর থেকে চেয়ে থাকে অন্ধকার ।
..........................................
রচনাকালঃ ৩রা চৈত্র , ১৪১৯