ছল করে বল দেখি ;
কোন গাছে থাকে নেকি ,
চোখ বড় , নাক কাটা -
পেত্নী ।


আন দেখি কান ধরে ,
চড় দেব এত জোড়ে ,
ভেঙে যাবে গালে থাকা -
থুতনি ।


কোন গাছে থাকে বল ,
তোরা হলি দলবল ,
আশেপাশে করে ওরা -
নেকামি ।


আমাকেই যেতে হবে !
তোরা তবে ছিলি কবে ;
একবার তো গাছটা -
দেখাবি ।


যাব আমি ওই গাছে ?
মগডালে ব্যাঙ আছে !
গাছেতে আমার বাবা -
এলার্জি ।


ঐ গাছে আমি কি পারি ?
তোদের সাথে ও আড়ি ,
এতক্ষণ শুনলি যা -
জেঠামি ।