আমি স্বর্ণলতিকা , গাছের শেকড়টা কিন্তু আমার । কেন হবেনা ? অনেকদিন যাবত এ গাছের সাথে লটকে আছি , এ গাছ থেকে যখন যতটুকু পেরেছি , ততটুকু নিয়েছি নিজের মত করে । এ গাছের ছায়ায় বাড়তে বাড়তে গাছকে দিয়েছি এক নিদারুন সৌন্দর্য ; তার গায়ে আগাছা আঁটতে দিইনি কখনও । নিজেরই বুকে তিল তিল করে বেড়ে ওঠা পত্রপল্লবকে গাছের পাতাবিহীন মরুঅঞ্চলে সাজিয়ে দিয়েছি স্বর্ণের কারুকার্যের মত করে ।
আর আজ মালি এসে বলে কিনা আমি আগাছা !! তবে তো এগাছের কোন অতীত ছিল না !
.......................................
রচনাকালঃ ৫ই আষাঢ় , ১৪২১