তার বাড়ির নারকেল গাছে ,
কি অনেক অনেক ডাব ছিলো ?
সেই সুবাদে কী মৃদুর রসে !
ক্ষণে ক্ষণে সে হায় ডাবছিলো ।
হয়ত অনেক লতারা আছে ,
যারা তিলে তিলে কী পুরছিলো !
তাদেরই তিল যে গেল ধসে ,
ডাবের পাশে - কালো কাক ছিলো ।
কাকের ডিমের কুসুম আছে ,
কুসুমটা তখন কাঁদছিলো ।
তাই দেখে বুঝি বাড়ির পাশে ,
কুসুমটা ভীষণ কাঁদছিলো ।
এ কবিতায় খুব ছল আছে ,
সে ছলে অনেকটা ভাবছিলো ;
সেই ভাবেতে আজ মুদৃ ভাসে ,
সে লতাগুলো নিয়ে ভাব ছিলো ।
এখন কি আর লতারা আছে ?
কী পাঁপড়ি পাঁপড়ি চাপ ছিলো !
ফুলটা যে ভীষণ নষ্টে হাসে ,
গাছের গোড়াতে কি চাপছিলো ?


রচনাকালঃ ১১ই আষাঢ় , ১৪২১