এটি একটি খোলা পত্র জনাব হাসান ইমতি-র কাছে;
তার আরোহী- অবরোহী - সমারোহী পড়ে মুগ্ধ না হয়ে পারা যায়না ।
তিনি হয়ত বেশ কয়েকদিন আগেই আামকে বলেছিলেন এভাবে চেষ্টা করে দেখতে । এখন আসল কথা বলি ।
জনাব হাসান ইমতি -
আপনার এই ছাত্র চেষ্টা করেছে তবে আপনাকে জানাতে মনে নেই , তার আগেই রোগে কাইত, তাই আজ লিখলাম ।
কবিতাটি প্রকাশিত হয়েছে ২৫শে জুন,২০১৪ এ .http://www.writers-network.com/ এর মাধ্যমে ।
তবে আকৃতিতে দিয়েছি পিরামিডের গড়ন , প্রকাশের ভাষা ছিল ইংরেজী ।
কবিতার লিংকের পাশাপাশি কবিতাটি দিলাম । আশা রাখি সর্বপ্রথম জনাব হাসান ইমতি , আমার প্রিয় সেই কবি অকুল পাথার জবাব দেবেন ।


Oh my dream


My -
Dreams !
Listen to me .
What you see hear -
Is not a Pyramid , not a Triangle .
It's a real dream that I see every night .
What you think my well - wishing dreams , Am I mad ?
Yeah , I'm mad . I'm mad for everything what I didn't get to fulfill myself .
However , I dream a sweet dream everyday with a full of dream of my dreaming future .


http://www.writers-network.com/index.cgi?m=1&view=234137