রাজ রাজন্য - সেকি জঘণ্য ,
চাঁটিয়া মত্ত - কী আমস্বত্ত !
দ্বিধাহীনতা , ন্যাকা পরোটা -
স্বাদে আবোল , গন্ধে তাবোল ;
আর খাবোনা , থাক বাহানা ।


রাজার ছেলে , যুদ্ধের "পেলে",
করে ন্যাকামী , সে কী বোকামী !
ছুঁটছে ঘোড়া , সব যে মরা !
গরম আলু , অবাক তালু ,
তবে লড়াই , কঁচু গড়াই ।


রচনাকালঃ ২০ই আষাঢ় , ১৪২১