আতা ছাঁটা চুলে - বোকা হল ভুলে ।
ন্যাড়া মাথা মামা - খুঁলে ভেজা জামা ।
দু'জনে থাকনা , মামা না ভাগনা ?
প্রশ্ন হল এটা ; আতা ঠোঁট কাটা -
সব দেয় বকে , হাসে ভাল লোকে ।
তবলা এবার - বাজুক শ'বার ।


তেড়ে কেতে তাক , চেপে ধরে থাক ,
যেটাই চেঁপেছে , পেটটা ক্ষেপেছে ?
ফুলেছে ফেঁপেছে , পেটে গ‌্যাস আছে !
আতা তাই দুঃখে , মামা ডাকে সুখে ,
মামাটা ডাক্তার - মাথা ন্যাড়া তার ,
ওষুধ বানায় , আতা-কে মানায় ।


রচনাকালঃ ২৫ শে আষাঢ় , ১৪২১