যদি অহংকারে ভরে যায় তোমার ওই মোন,
তাহলে একবার ঘুরে এসো অন্ধকার কবরস্থান।
মৃত্যুর কোনো সময় হয় না যখন-তখন আশে,
মাঠিতেই থেকে সৃষ্টি আবার মাঠিতেই যাবো মিশে।
কতো যুবক শুয়ে গেছে, কতো যে বাচ্চা ছেলে,
মরণ কি শুধু বয়স্কদের হয়,যাবো আমিও সময় হলে
কবরের সেই রূপ টা হবে কতোই না অন্ধকার,
মৃত্যু শয্যা সবারি আসবে এতো কিসের অহংকার।


বাড়ি ঘর কি আর সঙ্গে যাবে, শুধু ইমান ছাড়া,
একাই আমাকে যেতে হবে সকল সঙ্গী হারা।
আপনজন সবাই আসবে, বাড়িতে ভিড় খুব,
কান্না-কাটি করবে সবাই শুধু আমি থাকবো চুপ।
কেউ পরাবে সাদা কাপোন, কেউ কাটবে বাশ,
কবরস্থানে যাইবে নিয়ে শুধুই একটা লাশ।
আছে যতো সয়-সম্পত্তি থাকবে আমার পরে,
তাহলে এবার লাভ কি হলো টাকার অহংকার করে।
                          
                             -------সেলিম ইসলাম!