নতুন করে বাঁচতে হবে
দুঃখ-বিসাদ সব ভুলে।
অশ্রু মুছে নাচবো আমি
উল্লাসেতে দিল্ খুলে।


হাসবো উতাল হিল্লোলে ঐ
ভাঙবো ভীতির দুর্গ কে,
অমানিশা'র রাত সরিয়ে
আনবো নতুন সূর্য কে।


দেখবে আমায় বিশ্ববাসী,
দেখবে কতক নিন্দুকে,
জিততে হবে গুম্রামুখের
কুণ্ঠা বোধ আর কিন্তু কে।


আমার হারা-আমার জেতা,
আমার হৃদয় ভুলবে না,
চেষ্টা দিয়ে হয় না কিছুই,
চেষ্টা তালা খুলবে না।


জীবন বাধা থাকবে পরে,
উড়বো নিজের আসমানে,
আসুক বিপদ শান দিয়ে তার,
মারুক ছুরি গর্দানে!


লক্ষ্যে আমায় যেতেই হবে
সফল হওয়ার পথ ধরে,
বুক চিতিয়ে করবো লড়াই
থাকবো নাকো পিঠ করে।