আয় টিয়া,আয় টিয়া
কোথা গেলি আয় রে,
সাঁঝ বেলা হয়ে গেল
বাড়ি ফিরে আয় রে।


খুকুমণি কতো ডাকে
চেয়ে-চেয়ে পথ বাঁকে,
চাঁদ এলো টিপ দিতে
আকাশের গা'য় রে,
বাড়ি ফিরে আয় রে।


একাকিনী খুকু আজ
খুলে দিয়ে সব সাজ,
ভালো তার লাগছেনা
তোকে কাছে চায় রে,
বাড়ি ফিরে আয় রে।


মন নেই দুধ-ভাতে
খাবে শুধু তোর সাথে,
কতো ডাকি নেই সাড়া
কোথা খুঁজে পাই রে!
বাড়ি ফিরে আয় রে।    


খুকু দেবে করে আড়ি
আয় ফিরে তাড়াতাড়ি ,
তোকে দেখে খুশি হয়ে
দেবে তাই,তাই রে,    
বাড়ি ফিরে আয় রে।