আমি কখনোই স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারিনা,
না চাইলেও প্রত্যহ ঘুম হোক জাগরণে,
সুখ-শান্তি আকাঙ্ক্ষায়
নানারকম দেখতে-দেখতে এ জীবনটা
শেষ করে দিচ্ছি রোজ!


অথচ এটা বোকামি ছাড়া আর কিছু নয়,
একটা সময় মনে হয়,এ স্বপ্নই জীবনের
সবচেয়ে বড়ো বোঝ!


অনেকে স্বপ্ন দেখতে বলেছেন বারেবারে,-
সে অবশ্যই প্রেরণা আর শুনতেই ভালো,
বাস্তবটা ঠিক অন্য,আর তা জানতে হলে
আমাকেই দেখে যাও,বুড়িয়ে যাচ্ছি তবুও
সীমানা খুঁজে পাচ্ছিনা,
শুধু সাঁতার কাটছি!


আমি স্বপ্নেই দেখেছি,আমার সকল স্বপ্ন
প্রত্যেক বার প্রকাণ্ড রূপে আবির্ভূত হচ্ছে!
আবার ভয়ার্ত চোখে এও দেখেছি যে,সেই
স্বপ্ন গুলো কে জবাই করছে
এক ধারালো শক্তিধর তলোয়ার!
যার আর এক নাম--
ভাগ্য!!