আমার নদীতে
চর পড়ে গেছে,চলতে পারিনা আর,
ক্ষতবিক্ষত বুকের পাঁজর,
বেদনার সমাহার!


একদিন ছিল জোয়ার-ভাটায়
ঘূর্ণীর জলকেলি,
আজ মনে হয়
জীবনের খেয়া,জীবন দিয়েই ঠেলি।


আশার তরণী ভেসে বয়ে যায়
ঝাপসা আঁখির নীড়ে,
স্বপ্ন গুলির মৃতদেহ খুঁজি
বালুময় সাঁঝ তীরে।


ভাগ্যের দ্বার বন্ধ হয়েছে
আঁধারের ঘনঘোর!
প্রভু দয়াবান,
কৃপা করে দাও একমুঠো আলো ভোর!


হৃদয়ে আবার ঢেউ খেলে যাক,
এইটুকু শুধু চাওয়া,
পাল খুলে দেব,
চাঁদ দোল খাবে,
বইবে নদীর হাওয়া।