ঘৃণা করি ভালোবাসা-ভালোবেসে প্রাণ ভরে,
সময় নিয়েছি বেছে সময় বাঁচাব বলে।
কখনো মরব বেঁচে,কখনো বাঁচব মরে,
স্থির জীবনে আবার কখনো বা কোলাহলে।


অপরূপ মুখ খানি কুৎসিত মুখোশে মিশে
স্বপ্ন ভরিয়েছে মন,নিদারুণ ভয় ঢেলে।
চিন্তা দিয়েছে চেতনা বারেবারে পিষে-পিষে
জীবন সমাপ্ত হবে জীবনের খেলা খেলে।


কত যে করেছি কাজ,কত কাজ বাকি রেখে
সুখের ভেলায় ভাসি দুখের তরঙ্গ পথে,
লুকিয়েছি পাপাচার পুণ্যের খনিতে ঢেকে,
জগতে পাইনি কিছুই পেয়ে যাব ও জগতে।


আলোতে আঁধার দিয়ে,আঁধার হয়েছে রাত,
আলোর আলোতে মিশে আঁধার হয়েছে দিন।
খুশির হিল্লোলে ভিজে ভরাডুবি আঁখি পাত,
ক্রোধের আগুনে পুড়ে ক্রোধ হল ক্রোধহীন।


তুমি আমি একাকার সরে গিয়ে বহুদূরে,
কাছেতে ছিলাম তবু মন বলে নয় কাছে,
তখন আসেনি গান,আজ বাজে সুরে-সুরে,
ক্ষত-বিক্ষত হৃদয় আশা-ভরসায় নাচে।


দিয়েছিলে সব কিছু,কিছুই মেলেনি মোর,
সেই সব বলা কথা শুনিনি তখন আমি,
ভাবি আর ভাবি শুধু ঘুম নেই হল ভোর-
পাগল হয়েছি জানি,নাই করি পাগলামি।