এ কি যৌবন জ্বালা!
বারে-বারে তার ঢলিয়ে-ঢলিয়ে গায়ে পড়বার পালা!
ভুলিয়ে দিয়েছে কলঙ্ক ভয় কামনার মায়া ছলে,
আধুনিকা যত জড়িয়ে গিয়েছে অসভ্যতার দলে,
স্বজন লুকিয়ে বুঁদ হয়ে আছে কত রূপবতী বালা,
ভরা যৌবন জ্বালা।


পাপের খেলায় উন্মাদ হয়ে কত না রয়েছে মেতে!
সুবাস মাখিয়ে নগ্ন হয়েছে কোমল গতর পেতে।
করেছে হজম লজ্জা-শরম আগুনের উচ্ছাসে,
মিশিয়েছে শ্বাস একাকার হয়ে নাগরের প্রতি শ্বাসে!
ভালোবাসা তাই গিয়েছে হারিয়ে,
প্রেম-প্রীতি কাঁদে সুদূরে দাড়িয়ে-
শুকিয়েছে তার কত না রঙের ক্ষণে-ক্ষণে গাথা মালা,
দায়হারা শুধু জাপটে রয়েছে ভরা যৌবন জ্বালা।


দেখেছে কি কেউ কাল?
যুগের পুরুষ মিলিয়ে দিয়েছে তালের সঙ্গে তাল।
দেখছি নয়নে লালসা তাদের দুনিয়ার ময়দানে,
আঁধারের মাঝে অবৈধ কথা শুনেছি আপন কানে,
হৃদয়ের ভাষা পড়েছি হৃদয়ে হয়ে গেছি হতবাক,
যাক,যাক,যাক,মরে গিয়ে সব হাবিয়া দোজখে থাক!
আগুনের চেয়ে সহস্র গুনে আগুন যেখানে ঢালা,
জ্বলে পুড়ে যাক অশ্লীলে মাখা ভরা যৌবন জ্বালা।