তুমি থাকলে আমি নষ্ট হতাম না অশ্লীল অন্ধকারে,
আজ একাকীত্ব পাপিষ্ঠ করেছে,পড়ে আছি বেদনা ভারে।
সে বয়স ভয়াল-তুলেছে কালফণা,তার চলন অভিযানে,
বদলেছে চেতনা আমার অসময়ে বৈধতার অভিমানে।
তিন বছর ধরে তুমি তো জেনেছিলে,কি আমার দূর্বলতা!
কাগজের পাতায় কত কবিতা লেখা,সেকি ভুলে যাবার কথা?
ফাঁকা শ্রেণীকক্ষে প্রবল উষ্ণতা,বাইরে বৃষ্টির ধারা,
সে সাক্ষী তো তুমি,দুই জনে দিয়েছি হৃদয়-হৃদয়ের সাড়া!


পরিক্ষার শেষে জীবন পরিক্ষা,যেন গো থরহরি কাঁপে,
কি কর্মের ফলে ঘুণ ধরেছে মনে,কি কর্মের অভিশাপে!!
বিদায় হাতছানি শিক্ষা জীবনের,আর আমি তোমার থেকে,
তুমি তো এসেছিলে শেষ বারের মত নয়নে কালো মেঘ ঢেকে।
প্রাঞ্জল আবেগে বিদায়ী ফেরি ঘাটে অশ্রু পাগলামি করে,
মনে হল সেদিন তুমি হীন হয়ত সত্যিই যে যাব মরে!


গিয়েছি ঠিকানায়,ছিলনা চেনা গলা-অচেনা দিয়েছিল ডাক,
সেই দিন থেকেই আমার জীবনটা মুহূর্তে  হয়েছে খাক!
আমি তাই চাঁদের মোহময়ী কিরণে সবই উলঙ্গ দেখি,
লজ্জাবোধ নেই,নেই সমাজ ভীতি-বলবে এই নিয়ে কে কি!
খারাপ হতাম না যদি তুমি থাকতে,চলে গিয়েছিলে না বলে,
তুমিও কি নষ্ট কামনার ঘরে,যেথা ভুরভুর করে পরিমলে!