লজ্জা নামক শব্দ ছিল,এককালে তা জব্দ ছিল,
ফিরে আসার সম্ভাবনা অল্প |
উলঙ্গ সব মানুষ নাচে,তাদের কি আর সুবোধ আছে!
তাদের ভিতর নোংরা-পচা গল্প!


চোখ রাঙিয়ে হাতের মুঠোয়,কব্জা করে নানান ছুতোয়,
সব কিছুতেই বাপকালি তার স্বত্ব!
ইচ্ছা মতো ভাগ বসিয়ে,দে ধুমাধুম চড় কষিয়ে,
দাম্ভিকতার উল্লাসেতে মত্ত!


বাঁচতে চেয়ে হাসত যারা,আজ হয়েছে সর্বহারা,
স্বপ্ন দেখার শখ ছিল যার চিত্তে |
তাদের দিবস অশ্রুজলে,অন্ধকারের কথা বলে,
স্বপ্ন দেখার চিন্তা করাও মিথ্যে |


চতুর্দিকে আগুন আঁকা,হাড়ি কাঠে রক্তমাখা
প্রতিশ্রুতির জবাই প্রতিক্ষণে!
দেখেও যারা দেখতে না পায়,তাদের কি আর মানুষ বোঝায়?
লজ্জা হারা চলছে জনে-জনে!