তুমি ভালো আছ,আমার মাতৃভাষা?
তুমি ভালো নেই,আমি দেখি চেয়ে-চেয়ে!
শব্দের মাঝে হারাজে-হারাজে রোজ
গিয়েছে আঁখির রক্ত-সলিল বেয়ে।
তোমাকে দিয়েই সৃষ্টি তোমাকে করে-
সুনাম নিয়েছে কত-শত ভাষাবিদ,
তারা তো কেবল নিয়ে গেছে প্রতিক্ষনে!
কি বা করেছিলে তার থেকে উম্মীদ?
গল্প,কবিতা শালীনতাহারা হয়ে
আধুনিক নামে হয়েছে নিরাভরণ!
বৃদ্ধালয়ের কারাগারে বেঁধে রেখে
সাজাবে তোমাকে,হবে নবজাগরণ!


তুমিই তো কথা,তবে কেন আছ চুপ?
বল,বলে দাও যত অভিমান ভুলে,
বলে দাও ডেকে নাফারমানের কাছে-
তীব্র প্রতিবাদে,তোমার কণ্ঠ খুলে।
স্তব্ধ হোক না শব্দ হারানো গান,
নগ্ন কবিতা থাকুক আঁধার গোরে,
স্বাধীন আলোর রঙে,রেঙে যাক ভাষা,
পিঞ্জর ভেঙে,শ্বাস পাক প্রাণ ভরে।