আমি থাকব কেমন করে!
আলো ভরা ভুবন যখন নিকস কালোয় ভরে,
আমি থাকব কেমন করে!


সুখের বাতাস খেলতো হেথা হৃদয় দুয়ার খুলে,
আজকে দেখি লুকিয়েছে সে,রাস্তা গেছে ভুলে।
কুজ্ঝটিকায় দিগ্বিদিকে শুধুই ধোঁয়া-ধোঁয়া,
চেনা মানুষ পর হয়েছে,ধোঁয়ায় গেছে খোয়া।
ব্যথায় যেন বিষ ছেয়ে যায় মনেরই অন্দরে-
আমি থাকব কেমন করে!


আসেনা আর স্বপ্ন গুলো আমার শয়ন-খাটে,
আমার জীবন চলছে না আর প্রহর অনুপাতে।
ভাবনা গুলো হচ্ছে শুরু আমার ভাবার শেষে,
আসছে তারা জাঁকজমকে তীরন্দাজের বেশে।
ইচ্ছে গুলোয় তীর বিঁধেছে,রক্ত তাতে ঝরে,
আমি থাকব কেমন করে!


বেঁচে আছি মিথ্যে করে বোঝার চাপে মরি,
বিষাদ আমায় দেয়না ছেড়ে,থমকে সময়-ঘড়ি।
গ্রহণ লাগে আশায় আমার কবর চাপা ভাষা,
দাবানলে ধুধু জ্বলে আমার ভালোবাসা!
আমায় ফেলে বিজন রেখে গেল সবাই সরে,
আমি থাকব কেমন করে!


মনের টানে ছুটে-ছুটে ক্লান্ত পিপাসাতে,
পেলাম না তো তৃপ্তি আমি মনের মোহনাতে।
মন হারিয়ে কোথায় গেল-কোন সে নিরুদ্দেশে,
আমার কণ্ঠ আমিই শুনি একলা অবশেষে।
মন ভিখারি মন পেলনা ঘুরে মনের দোরে,
আমি থাকব কেমন করে!