ওদের হৃদয় আছে,তাই কান্না আছে,
ভালোবাসা চাই ছোট্ট বালিকার মত,
কষ্ট সয়ে নিতে পারে,খুশি হলে নাচে,
ফোটে ফুলের মতন হাসি মেখে শত।


ওরা খেলে বেড়ানোর জন্য যায় ছুটে,
খোলা আকাশের নিচে দুই-হাত তুলে;
মেঘের তুলোয় ভেসে দোল খায় উঠে,
ওরা সুর ভরে গান গায় কণ্ঠ খুলে।


প্রেমের আবেগ নিয়ে মুখ লালে লাজে,
অপেক্ষার রাগ নিয়ে দুঃখে ফিরে যায়।
নীল শাড়ি,নীল টিপ পরিপাটি সাজে-
প্রেমিকের খুব কাছে থেকে যেতে চায়।


ওরা নানাবিধ শব্দ তারকার মতো,
রাতের আঁধারে মিট-মিট করে জ্বলে।
সাগরের কোলাহলে মেশে অবিরত,
চাঁদের চলার পথে,একা-একা চলে।


পর্বে-পর্বে নুপুরের ছন্দ অলংকারে-
ওরা থামে,ওরা চলে,ধীরে-ধীরে ওড়ে,
চুপিচুপি কথা বলে মায়া-অন্ধকারে,
পূর্ণিমা আলোয় রাঙে শুকতারা ভোরে।


ওদের করনা খুন,রক্ত বয়ে যাবে,
আঘাতের চিহ্ন গুলি থেকে যাবে তার।
অক্ষর হারাবে প্রাণ,খুঁজে নাহি পাবে,
ফিরবেনা অভিমানে,বন্ধ হবে দ্বার।