মৃত্যু যেমন করে হয়,এ মৃত্যু তেমন নয়!
শেষকৃত্য যেমন হলে আত্মার সন্তুষ্টি-
হয়,সে কোথায়!এই মৃত্যু যে ছোঁয়াচে বিষ ময়।


স্মৃতিপটে জাগে স্বপ্ন,বেঘোর ঘুমে দেখতাম,
আগুন জ্বলছে!আমি জ্বলছি!বাঁচার আর্তনাদ!
তারপর মৃত্যু!ঘুম ছুট দিত আর কপালে ঘাম!


আমি মরছি আষ্টেপৃষ্ঠে,তখন খুব কষ্ট!
মৃত্যু!মৃত্যু!বিস্ফারণে ছিন্ন সর্বাঙ্গ!
আমি বুঝতে পারি মৃত্যুর সেই ব্যথা স্পষ্ট!


সেই দুঃস্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত,
তীব্র ধোঁয়া উঠছে,জ্বলছে নরক আগুনে!
সেই স্বপ্ন দেখছে ধরনীর অগণিত।


দুঃস্বপ্নের মধ্যে যেমন সবটাই ভয়ার্ত!
গভীর থেকে আরও গভীর;ফিরবার পথ নেই,
আর সেই পথে একমাত্র মৃত্যুই ক্ষুধার্ত!


বিষ ভরানো জ্বালামুখে অগ্নি অনর্গল-
বিচ্ছুরিত হয়ে উথলায় প্রবল ক্ষমতায়!
তখন দেখি ওৎ পেতেছে কাক-শকুনের দল।