ডাকি,ডাকি,কত ডাকি,সাড়া নেই ডাকে,
মাটিতে মিশেছে দেহ,কোথা খুঁজি মাকে!!
যখনি বাসায় ফিরি,ভাবি তার কথা,
বুক খানা হু-হু করে,শুধু নিরবতা!
নয়নের শিরা গুলো যেন লাল নদী,
দেবোনা কখনো ছেড়ে পায় ফিরে যদি।
আমি চাই ভালোবাসা,মায়ের আদর,
আমি চাই বকাবকি বলুক বাঁদর।
খাবার গরম করে যাক খুব রেগে,
দেখুক গভীর রাতে,ঘুমে;নাকি জেগে!
বেশ করে জ্বর হোক,মাথা দেব কোলে,
আমি হব নবজাত দোল,দোল,দোলে।
পরম আদর দিয়ে কপালেতে চুমে,
নেই ভয়,চলে যাব সুখময় ঘুমে।
আঁচলে ঢাকব মুখ,কি সুবাস তার,
মায়ের পরশ পেতে ডাকি বারবার।


জীবনের পথ মাঝে হারিয়েছি কত,
মমতায় ভুলে গেছি ব্যথা অবিরত।
করুণা ভরিয়ে প্রভু করেছেন দান,
কেউ নেই এ জগতে মায়ের সমান।
হবেনা কখনো শোধ-ঋণ সীমাহীন!
করি যদি সেবা তার সারা রাত-দিন।
ও'মা,বেঁচে আছি;তুমি ছাড়া আধ মরে,
এসো,কর আলোকিত,মন-প্রান ভরে।
ঘুম নেই নিশি কালে,বেদনা অপার,
মায়ের পরশ পেতে ডাকি বারবার।