মরেও তো বাঁচা যায় যুগে-যুগে অফুরান,
দেখনি,জীর্ণ পাঁজর ভাঙা দেওয়ালের মুখ!
দেখনি,সেথা কেমন-কতো প্রাণ বেঁচে আছে?
আর কচি পাতাগুলো আকুল যৌবনোন্মুখ!
সবুজে ভরে উঠেছে খয়েরি ইটের খাঁজ,
অথচ পতিত দেওয়াল কেবল কঙ্কালসার,
আমি সেই দেওয়ালের মতো মৃত হতে চাই,
আগামীর কাছে হোক এ মৃতের অহংকার।


দেখনি,শুকিয়ে তবু কেমন দাঁড়িয়ে আছে
নিরাভরণ অর্জুন,নি:শব্দে মাঠের মাঝে?
তার কোটরে বেঁধেছে হলুদ রঙা পাখিটা-
সুখের রাজপ্রাসাদ,হাজার স্বপ্নের সাঁঝে!
আমিও ঠিক তেমন একাকী অর্জুন হবো,
আমার দু-হাত মেলে দাঁড়িয়ে থাকব ঠায়,
আমাকে মিলিয়ে দেব আমার মৃত্যুর পর,
আমি যে বিশ্বাস করি মরলেও বাঁচা যায়।