জীবনের দাবী নিয়ে কতগুলো অক্ষর,
বাতাসে-বাতাসে ভেসে কাটে শুধু চক্কর।
কতো কথা কতো দিকে অগণিত সংখ্যায়,
কেউ বলে ন্যায় সেতো,কেউ বলে অন্যায়।
কোনটা যে নির্ভুল,কোন কথা মিথ্যার,
মানুষের দিনরাত বড়ো দুশ্চিন্তার!
একমুঠো স্বাধীনতা আজ খুব প্রয়োজন,
কার কাছে লুকিয়েছে,জানিনাতো সে এখন!
এই মাটি,এই দেশ সকলের অধিকার,
খর্ব কে করে চলে,স্বাধিকারে ক্ষতি কার?
আমাদের স্বপ্নের এতটুকু দাম নেই?
কুপিয়ে খতম করে আমাদেরই সামনেই!


বিরোধিতা হোক এর জাগরূক প্রতিবাদে,
কারা আছে চুপ করে,কেন চুপিচুপি কাঁদে?
কাদের কান্না জমে ধরণী সাগর হলো?
মাথা নিচু করে কেন,এইবার মাথা তোলো!
এ মাটির বুক চিড়ে কারা করে উৎপাত?
কে বা তার উপড়াবে নখ আর বিষদাঁত!
হিংসুক হয়ে কারা তেড়েফুঁড়ে কামড়ায়?
তবু মাথা নুয়ে থাকি প্রতিক্ষণে আমরাই।
ধর্মের ভাগ করে কারা হলো লাভ বান?
তাদের করবে কারা এইবার সাবধান?
কেউ কেন বুঝছেনা একই গন্তব্য,
বুঝে নিক সকলেই কী বা ধর্তব্য।


সয়ে চলা অভ্যাস মিশে গেছে মজ্জায়,
কখনোই বুঝিনা যে আমাদের সব যায়।
কারা বলে,প্রতিবাদ মুছে যাবে,ঘুচে যাবে?
যারা করে প্রতিবাদ,তারা নাকি পস্তাবে!
কতগুলো গর্দভ করে চলে নাচানাচি,
তারা কী রয়েছে দীন জনতার কাছাকাছি?
তবে কেন ভয় ভীতি,পথ ডাকে পথে-পথে,
আগামী জানবে ঠিকই,পথে ইতিহাস ঘটে।
আকাশ ধ্বনিত হোক সত্যের কলরবে,
সকলে সামিল হোক প্রতিবাদ উৎসবে।