কাব্যের প্রয়াসে ছুটি সাহিত্যের আঙিনায়,
দেখি ,  পূর্বসূরি    যত    করছে   পদচারন,
ভাবের  সৌরভ  খুঁজে  আজ  বড় আনমন,
কুসুম-কাননে  শুনি আমি , রচি অবেলায়।


নিদ্রা ভেঙেছে আমার সহস্র ভাবের সাথে
কত কথা,কত ব্যথা , কত প্রেম ,বারমাসা,
রচনা করতে চেয়ে  স্বপনে ভরা  তিয়াসা,
সন্ধানী নতুন পথে জেগে হারা দিনেরাতে।


ক্ষেত  করেছি বপন , নিজ  গড়া পরিবেশে,
শৈল্পিক ছোঁয়ায় তারে রেঙেছি যতন করে।
মানব - মানবী এসে দেখুক হৃদয়  ভরে,
মান পাবে  কবিকলি, দুলেদুলে অবশেষে।


যে কথা কয়েছি লিখে,ভাসেনা নবীন রূপ,
সব যেন বলা কথা , কত কাল আগেভাগে।
কুড়িয়েছি তারাখসা ঝরা কোন তারাবাগে
নির্মল নভোমন্ডল তারকার ভীড়ে চুপ।


ভেবেছি অনেক ভাবে , নব - নব  পৃথিবীর,
তার রাত,তার দিন , ভাগেভাগে মিশে রবে,
জীবন   প্রদান   করি    শতশত   অনুভবে,
ভেঙে গিয়ে বারেবারে চুরমার কক্ষে  স্থির।