পরম মমতা দিয়ে সাজিয়েছি প্রিয়,
সমগ্র রজনী ভেবে,গড়েছি প্রতিমা
নিদ্রাহীন চিত্ত খানি,জেগে আঁখিটি'ও
সর্বদা উজল হয়ে রেঙে অরুণিমা।


স্বীকৃতি চাহিনে কভু,নয় এ'যে পন্য!
তোমার আকাশে ভাসে নীল ধ্রুবতারা,
আমি,আমাতেই মজি,আমাতেই ধন্য
ভাবিনে করুনা দানে বহমান ধারা।


আমার স্বপন, আমি মরুর পিয়াসী,
আমি বক্ষ দীর্ন করে হিমালয়ারহী!
খর-উত্তাল প্রশান্তে একা-একা ভাসি
আমি,আমার জন্যই মুখ চেপে সহি।


সে অধিকার রেখেছি নিজেতে আবদ্ধ,
প্রক্ষোভের নানা রূপ মোর জপমালা,
এ কুসুম হৃদ্ ভরা,ফুটে ওঠা সদ্য
মেশক,আম্বার যেন সমীরনে ঢালা।


একদা,কিয়ত আলো জোনাকের বেশে
হতে পারে নব জ্যোতি মহা আলোকিত
মুগ্ধতায় ডুবে গিয়ে বড় ভালোবেসে-
গুনীজনের মাঝারে হবে আলোচিত।