আমার জীবন আমার থাকুক,কিসের দখলদারি!
তোমার মতো চিন্তা করে কেমন ধারা পারি?
ছুটছি আমি আমার দমে নিজের গতি ধরে,
মত্ত তুমি করতে প্রমাণ মিথ্যে গর্ব ভরে।
আমার আকাশ ছোট্ট করে কি পাও বল নিজে?
ব্যথার বোঝা জাপটে ধরে আমার মনে কি যে!
সকাল থেকে রাত অবধি রুটিন করে চলি,
কেজি পাঁচেক পিঠে বাঁধা বই ও খাতার থলি!
এইটা কর,ওইটা কর,উঠতে-বসতে শুনি,
ঘুমের মাঝেও নামতা গুলো আমতা-আমতা গুনি।
তুমি বল,ডাক্তার না হয় মাস্টার হতে হবে!
নাই বা হলাম এমন কিছু,বড় হব যবে।
আমি এখন কি আর বুঝি এতো কিছুর মাঝে,
আমি বুঝি ভালো হব,সত্য মানুষ সাজে।