এ দেশ আবার বন্দিশালায় বন্দি,
শ্বাস ফেলতেও জোর পূর্বক সন্ধি,
বেবাক নরকে আগুনের হাসি,
জঠরের ঘর জ্বলছে !
তখন দেখি যে ভুখা মিছিলের কণ্ঠ
আগুয়ান হয়ে উচ্ছল প্রাণবন্ত !
চোখের তারায় ধূমকেতু ছোটে,
নজরুল কথা বলছে !


আজকে যখন জীবনের নেই মূল্য,
মানুষ হয়েছে জন্তুর সমতুল্য !
ধর্মান্ধের তলোয়ার থেকে
ঝরে পড়ে লহু-রক্ত !
তারা কি দেখেছে,সবার ধর্ম মতকে
ফুলে-ফুলে গেঁথে সকল চলার পথকে
একাকার করে বলে দিয়ে গেছে
মানবতা অবিভক্ত,
নজরুল অবিভক্ত।