সম্মোহনী আলো


আঁধার রাতে দলে-দলে
আয় রে আবার ফিরে,
ঝিলিমিলি আলোয় মেলে
জ্বলতে ধীরে-ধীরে।


চোখে আমার স্বপন পরশ,
খুশির ছায়া মনে,
আয় জোনাকি খেলতে আজি
আয় রে আমার সনে!


আমার হাতে প্রদীপ হয়ে
ওঠ রে জ্বলে-জ্বলে,
অনুরাগে উদাস হব
দুঃখ যাবে চলে।


গাছের শাখায় লাখে-লাখে
জ্বলুক আলোর থোকা,
কণ্ঠ ছেড়ে ডাকবে আবার
মাটির ঝিঁঝিঁপোকা,


তোর আলোতে উজল হবে
আমার খাতার পাতা,
কোথায় গেলি আয় রে ফিরে
আয় রে আলোর দাতা!


তোকে খুঁজি হন্নে হয়ে
ধরার দিকে-দিকে,
তোকে ছাড়া এতো আলো
লাগে যেন ফিকে।