আবার জয়গানে উদ্বেল প্রেমিক উতাল হিল্লোলে-
খঞ্জর,বারুদে জ্বলে।
অশনি সংকেতে ভালোবাসা হিসাব করে,
শয়তানি বেদিতে রক্তিম কুসুম ভরে-
মৃত মানবতার গলে।
বীরত্বের গাঁথা শব্দের ধ্বনিতে হৃদয় সীমানার
আমরা-তোমরা'ই প্রাচীরের নিশানা,বখরা বিধাতার,
স্বাধীনের নিভৃতে ফুঁপিয়ে আঁখিজল ঝরে,
বড় যন্ত্রণা অনলে!


আকাশ পানে দেখি,শান্তির পতাকা নোটন বুকে জেগে,
সতর্কে উড়ছে বেগে,
বজ্রনাদ ভরা লহমায় কেঁপেছে ভয়ে,
কলুষ লহূলালে অন্ধ বিচারের জয়ে-
অন্য পৃথিবীতে ভেগে।
দিকজ্ঞান হারিয়ে,সূর্যের নিকটে দ্বগ্ধ কলিজায়
আর্ত-চিৎকারে,আনন্দ প্রীতির কিঞ্চিৎ আশায়,
সকল হানাহানি,জাতের যাতনার সমাপ্তির বর-
প্রভুর কাছে মেগে।