মৃত্যু চেয়েছি,তোমার মৃত্যু ওগো নির্জীব,
তোমার দাপটে মানব ছুটেছে সন্ধ্যা-সকালে।
আজ স্বপ্নের ঘোরে সকলেই,ভেঙে যাবে ঘুম-
কোনো এক ক্ষনে,তুমি চলমান সময়ের তালে।


স্বর্গ-নরকে ভরে যাবে জানি লাখো-লাখো দীপ,
পাপ-পুণ্যের সবখানে আছ নির্ভয়ে স্থির!
ঠেকাতে পারেনা দেবতা তোমায় বলীয়ান্‌ হয়ে,
তুমিই গড়েছ মানুষের মসজিদ,মন্দির।


পৃথিবীর মাঝে রক্তের স্রোত সদা বহমান,
যুগ-যুগ ধরে হিংসা বেড়েছে,সে তোমার ছল।
তোমার ছায়ায় মহীরুহ হয়ে ফেলে নিঃশ্বাস,
তোমার জন্যে চারিধার হুতাশন,দাবানল।


মরিচীকা হয়ে দেখিয়েছ মিছে আয়নাতে মুখ,
প্রতিযোগিতায় অক্লান্ত শ্রম,সে তোমার কাছে-
যুদ্ধ করেছে অসভ্য জাতি,মিছে অধিকারে,
ওরা কেও মরে পরাজিত হয়ে,কেও জিতে বাঁচে।


লোভ লালসায় হৃদয় ভরিয়ে হয়েছে কঠিন,
প্রেম-ভালোবাসা সরিয়ে করেছে আপন কে পর,
বিধাতা ভুলিয়ে,ভুলিয়ে সৃষ্টি তোমার বাঁধনে,
ভেঙেছে গড়িয়ে নিজ হাতে তার আপনার ঘর।


ভুল করেছিল মনুষ্যজাতী জন্মাতে দিয়ে,
অসভ্যতায় মিশে গেছে দেখ,এ আবিষ্কার।
সীমারেখা ভরে ছিন্ন-ভিন্ন মানচিত্র টা,
তোমার ছোয়ায় স্তব্ধ হয়েছে সত্যের দ্বার।