তোরা কারা,চতুর্দিকে দু'হাত তুলে নাচিস?
অস্বস্তিকর এমন দিনেও বলিস ভালো আছিস!
যেথায় দেখি,কেবল দেখি মুখোশ-মুখোশ-মুখোশ!
মানুষ কোথায় ! সৃষ্টি কারী আল্লাহ কেও তো লুকস!
সত্যকে তুই কবর দিলি,সে কার প্রেরণাতে?
ছাই ফেলছিস নিজেই নিজের ভবিষ্যতের পাতে!
তোদের জন্য আমরা সবাই দুঃখী ভাগ্যহত,
যৎসামান্য লোভের আশায় করলি মাথা নত!
নুইয়ে কতো থাকবি রে আর,সটান হয়ে দাঁড়া,
গজিয়ে উঠুক তোদের মাঝেও সমর্থ শিরদাঁড়া |
সেদিন হয়তো কষ্ট হবে,হয়তো কান্না পাবে!
ঝাপসা চোখের মাঝেও পূত সূর্য দেখা যাবে |