বারুদ ঠাসা বাতাসে আজও পোড়া শিউলির গন্ধ!
সভ্য সমাজে মহানগরীর বুকে সেইতো জাতি, ধর্ম, বর্ণের দ্বন্দ্ব।
শরতের কাশ আর শুভ্র মেঘের দল আজ অনেকটাই লীন!
সাবেকি মনুষ্যত্ব, বিবেক, অবেগ, সহানুভূতি আজ যে বড়ই ক্ষীণ !
তাইতো সেদিনের মতোই আজও তোমার দুর্গা মহালয়ের ভোরে শরৎ মাখে গায়,
আর আমার আরশি নগরের মা দুর্গা, সেতো আজও দু-বেলা রোজ খোলা ফুটপাতেই জন্মায়।
আজও তোমার দুর্গার অকালবোধন হয় একশো আটটা পদ্মফুলে,
আর আমার দুর্গা, সেতো এখনও দূর থেকে চেয়ে থাকে তালাবন্ধ খিচুড়ির ইস্কুলে।
-- " এই বুঝি তোমাদের প্রতীক্ষারত সুসজ্জিত বিলাসিতার দশটা দিন শেষ হবে,
আর আমার দুর্গা পরম স্নেহে তোমাদের ফেলে দেওয়া দু-মুঠো অবজ্ঞার অন্ন পাবে ! "
তোমার দুর্গা সেতো গিরিরাজের কন্যা, তাই আগমনীর সুর আজও আকাশ-বাতাস ধ্বনিত করে,
আর আমার দুর্গার বিসর্জন, - বাঁধ ভাঙা বন্যার অথই সাগর জলে, বেচারি এক্কেবারে ডুবে মরে!
তবুও প্রতিবার তোমার দুর্গা প্রতিমা রূপেই ফিরে আসে তার বাবা মা'র বাড়িতেই!
আর আমার দুর্গা, সেতো শুধুই মা'র কোলে পিঠে মানুষ, বাবার কোনো খবর নেই।
তোমার দুর্গা এবারও দেখছি বেশ টেক্কা দিয়েছে, -- নিত্য-নতুন থিমের পুজো!
আর আমার দুর্গা, সেতো ইট বয়ে বয়ে পিঠ করেছে এক্কেবারে কুঁজো।
তবুও তোমার দুর্গা দেখি হুল্লোড়ে মাতে সুসজ্জিত প্যান্ডেলে,
আমার দুর্গা কন্টক-শয্যায় আজও বাঁচতে শেছে অতীতকে ছুঁড়ে ফেলে।
অথচ তোমার দুর্গাই আলো ঝলমল! --- চেনে না, জানেনা অন্ধকার!
আমার দুর্গা বিশ্ব মাঝে রোজ সেজে-গুজে আপণ মনে খুঁজে মরে তার সংসার।
তোমার দুর্গা তো আধুনিকত্বের ছোঁয়া পেয়েছে, শপিং মলে তাই কফির ধোঁয়ায় ওড়ে!
আর আমার দুর্গা আজও ছেঁড়া কাপড়ে চা বানায় ওই চৌ-রাস্তার মোড়ে।
তবুও তোমার দুর্গাই বহুজাতিকের বহুজনহিতায়চ!
আমার দুর্গা কালকে যেমন, আজো তেমন তথৈবচ।
তোমার দুর্গার ছবির ফ্রেম শিউলি আর কাশে, যেন অট্টহাসে,
আর আমার দুর্গা এখনো আশায় কেউ যদি তাকে একটু ভালোবাসে।
তাইতো তোমার দুর্গা যখন ধুনুচি নাচে, -- ঢ্যাম্ কুড় কুড় ঢাকে,
আমার দুর্গা তখন ঘুরেই মরে দশচক্রের পাকে।
জানি, তোমার দুর্গার অঢেল খাবার, অঢেল নষ্টও হয়
আমার দুর্গার দিন আনাআনি, কিচ্ছুটি নেই সঞ্চয়।
তবুও তোমার দুর্গা নদী কুলকুল, স্নেহের প্রথম পাঠ!
আমার দুর্গা রাতের আঁধারে নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ।
তোমার দুর্গা তো অস্ত্র শানায় সিংহবাহিনী রূপ,
আমার দুর্গা কাঁদতে কাঁদতে এখনও নির্বাক, নিশ্চুপ।
তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে,
আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে।
জানি না কবে আমার দুর্গা তোমার দুর্গা হবে ?
আমার আকাশ ভরবে কবে তোমার উৎসবে উৎসবে !