এভাবেই হয়তো জীবন শৈলীর পাঠে ধীরে ধীরে ক্ষয়ে যায় মাস্তুল!
এভাবেই হয়তো পাল আর দাঁড়ের দ্বন্দ্বে ঘটে যায় জীবনের শ্রেষ্ঠ ভুল!
তারপর ঠিক এইভাবেই হয়তো একদিন মাঝিও হয় নিরুদ্দেশ!
আর স্ফটিক স্বচ্ছ বিন্দু বিন্দু সিন্ধতে কয়েকটা রুপালি আয়ু মনের আনন্দে খেলা করে বেশ!
তারপর কালের ক্ষয়ে আবার একদিন দূর হতে ভেসে আসে যানজটের শব্দ!
পাড়া জুড়ে তখন কাল রাত! -- শুধুই একাকী, নিশ্চুপ, নিস্তব্ধ:-
একটা এলোমেলো আউলিয়া বিষাক্ত বাতাস ছুঁয়ে যায় ফুলকা!
রক্তের রজঃস্রোতে ভেসে যায় নীলাম্বরী, -- খসে যায় উল্কা!