গগন ললাটে তখনও রুদ্রদেব প্রখর ত্বেজে! -- শাষণ বারণের লালচোখ দেখিয়ে,
একফালি মরা বসন্তের বুক থেকে অবিরত শুষে নেয়, -- শিখাহীণ ভালোবাসার যৌবন সুধা ।
পোড়া বারুদের আঁশটে ধোঁয়া, ধেয়ে আসে প্রবল বেগে ! -- কন্ঠনালীতে ফাঁসির দড়ি আঁটকে,
জানান দেয়, -- অনেক তো হল জীবনের রঙ্গমঞ্চে নাটকের অভিনয়,
এবার নাহয় একটু মনুষ্যত্বের সাথে বাস্তবের লড়াই হোক, -- একটা দ্বন্দ্ব হোক!
তোমাদের সাজানো গোছানো পরিপাটি, -- স্বার্থপর, লোলুপ ধর্মেও ঘটুক বসন্ত বিলাপ!
তামাম এই পৃথিবীর বুক জুড়ে যে নিষ্ঠুর, নীতিহীন রাজনীতি! -- ক্রমশঃ গিলোটিনের মতই,
গিলে খায়, -- মানুষের মনুষ্যত্ব, বিবেক, বোধ-বুদ্ধির শুক্রাণু-ডিম্বাণু !
তাই একটা দ্বন্দ্ব হোক, কিছুটা রক্তপাত হোক!  -- আর ধুয়ে মুছে যাক বিভেদের সমস্ত জীবাণু !
তারপর এক এক করে তারাবাতি দিয়ে ওদের মুখ পুড়িয়ে -- আরও কিছুটা অপেক্ষা!
আরও কিছুটা প্রতীক্ষার অবসানে ফিরে আসুক শান্তি!  -- ফিরে আসুক সবুজ!
আর মরা বসন্তের বুকে ফুটুক, -- রঙিন ভালোবাসার শত শত কাঞ্চন ফুল !