রাত পাহারা দেওয়ার জন্যই যেন জন্ম ওদের,
তবুও যে ওরা, নয়রে কোনো প্রহরী !
তোমার-আমার কৃপায় দিব্যি বাঁচে,
আসলে ওরা যে রত্ন চেনা জহুরী !
ওদের রুম নেই, দু-চোখে তাই ঘুম নেই,
থাকার মধ্যে আছে দুটি হাত!
ওরা রঙিন কাপড়ে দুঃখ ঢাকে,
ওরা বাঁচাতে জানে দাঁতে দিয়ে দাঁত !
বলতে পারো ওরা কারা ?


ওরা লালনের মত গান ধরে,
ওরা হাততালি দিয়ে ডাকে জোরে জোরে,
ওরা অল্প নিয়েই সন্তুষ্ট থাকে,
ওরা অদৃশ্য হয় খুব ভোরে !
ওদের জাত নেই, তাই মেকি ধর্মও নেই !
থাকার মধ্যে আছে বেঁচে থাকার ইচ্ছে।
আমাদের সভ্য সমাজ অসভ্যের মতো,
সেটুকুও যে গ্রাস করে নিচ্ছে !
তবে ওরা কারা ? ওরা কারা ??