উড়ন্ত পাখির দুরন্ত ডানায় ভর করে সাদা মেঘে
ভেসে ভেসে একদিন তুমি এসেছিলে নন্দিনী
এসেছিলে আমার কুয়াশাচ্ছন্ন জ্যোতিহীন জীবনে
ব্যপক ভালোবাসা আর ভালো লাগায় নন্দিনী তোমার আদুরে পরশে আমাকে করেছিলে ধন্য,
আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম এই সুখ এতো আনন্দ সে শুধুই ক্ষণিকের জন্য!
আর কত নন্দিনী ? কত আর অপেক্ষার প্রহর গুনবো ?
কত আর তোমার অপেক্ষায় পথ চেয়ে দু'চোখের জলে শ্রাবণের বারিধারায় ভিজাবো ?
দেখতে দেখতে লাগামহীন সময়ের মুখে পলকে পেরিয়ে গেল কতগুলি বছর পেরিয়ে গেল রজনী-সন্ধ্যা!
জীবনের একাংশ তবুও তুমি এলেনা, বুঝলেনা ভালবাসার কি মর্ম.
তবুও আমি তোমার আশায় আশায় রাত জাগি...
দিন রাত্রির সমস্ত কল্পনা জুড়ে থাকো তুমি!
আমার অজানা নন্দিনী তুমি আসবে কি-না!
তুমিই তো বলেছিলে,
কথা দিয়েছিলে আমি আসবো,
আর পৃথিবীর সমস্ত বাঁধা-বিপত্তি পেরিয়ে তোমাকেই শুধু ভালোবাসবো।
তবে কি তুমি শুধু আমার ফটোতে ফুলমালা দিতে আসবে?
জেনে রেখো নন্দিনী "এ মন এ হৃদয় শুধু তোমারই জন্য, আমি পৃথিবীর শেষ দিনটি পর্যন্ত তোমার অপেক্ষায় পথ চেয়ে রবো.
যদি অপেক্ষার অন্তিম প্রহর শেষে অশ্রুসিক্ত নয়নে নিদ্রালোকে হারিয়ে যাই কখনো.
যদি এই ঘুম আর না'ই ভাঙ্গে নন্দিনী,
জেনে রেখো আমি ওপারেও তোমার অপেক্ষায় একশো হাজার রজনী জেগে থাকবো
শুধু তোমার ভালবাসা পাওয়ার জন্য।