নন্দিনী একদিন তোমাকেও বুঝতে হবে,
নোনা জলের মূল্য কত !
যেদিন তোমার সাথেও এমন হবে,
সেদিন বুঝবে হৃদয়টা ছিল কত ক্ষত।
সমুদ্র যে কিছুই কাছে নেয় না,
ফিরিয়ে দেয় সে আপন খেয়ালে ।
তাই যতই ফেলো ক্ষত-বিক্ষত এই হৃদয়টাকে,
সে তো ঘুরে ফিরে আসবেই তোমার পদতলে !
রাত জাগা এই সুপ্ত রোদন,
পৌঁছবে যেদিন তোমার কর্ণকুহরে।
নোনা জলেই ভরবে সেদিন দু-নয়ন,
কিংবা রক্ত চুঁইয়ে পড়বে ঝরে।
জানো তো প্রেম সাগরের কোনো সীমা হয় না,
অসীম সে পথ চলতেই থাকে।
সামনে যতই বাধা বিপত্তি আসুক,
পরোয়া করে না মোটেই তাকে।
নোনা জলের কদর কত,
তুমি তো আজও বুঝলে না।
বোঝার যখন সময় হবে,
তখন কিছুই আর পাবে না।
জলটা উবে বাস্প হলে,
তুমি কী আর খুঁজে পাবে ?
কাছে পেয়েও হারিয়ে ছিলে,
সেদিন তুমি বুঝে যাবে।
নোনা জলে ভরছে নয়ন,
হৃদয় কি তোমার কাঁদে না ?
নোনা জলের মূল্য কত,
আজও তুমি বুঝলে না ।