আজও কেন নন্দিনী বার বার আসো,
আমার হৃদয়ের জানালায় উঁকি দিতে?
যাকে দু-চোখ ভরে স্বপ্ন দেখিয়েছিলে,
একটা সুখের নীঁড়ের!
কিন্তু দেখো নন্দিনী আমার পোড়া কপাল !
বাস্তবতার আগেই ঝড় তুলে
সব তছনছ করে দিলে সে ঘর !
যখন ফিরিয়েই নিলে তোমার ভালবাসাকে,
তবে ষ্মৃতিগুলো কেন রেখে গেলে?
আমি তোমার ভাবনায় এখন পাথর হয়ে
ভুলে গেছি তোমাকে হারানোর ব্যথা।
রাত হলে একাকি কলিডোরে বসে,
অধীর দৃষ্টিতে চেয়ে থাকি,
ঐ দুরাকাশের সন্ধ্যা তারার দিকে,
তোমাকে ভুলে যাব বলে।
চেয়ে থাকি একাদশীর চাঁদটির দিকে,
জোস্নার আলোয় দেখি কেমন করে,
আকাশ জুড়ে মেঘ মালারা ভেসে যায়,
এক মেরু হতে অন্য আর এক মেরুতে।
আমি জানি ওরা আবার ফিরে আসবে,
এই শান্ত নীল পৃথীবির বুকে,
কিন্তু তুমি যে কখনও ফিরে আসবে না,
আমার এই পোড়া বুকে, তাও জানি!
তাই নন্দিনী তোমাকে নিয়ে,
আকাশ-কুসুম কল্পনা,
একেবারে ভুলেই গিয়েছি আমি।
তবুও কেন আসো নন্দিনী বার বার,
আমার হৃদয়ের জানালায় উঁকি দিতে ?
আর কত বিশ্বাস ঘাতকতা করতে চাও তুমি ?
আর কত পোড়াতে চাও তুমি আমাকে?
দোহাই তোমার!!!
প্রেমের পবিত্রতাকে অন্ধকারে ঢেকে দিয়োনা;
যে ভালবাসার মরণ হয়েছে আগেই,
তাকে আবার চিতায় উঠিয়ে লাভ কি ?
যদি পারো সখি মুছে দিয়ে যাও নন্দিনী:
আমার মন থেকে তোমার ভালবাসার ছলনাটুকু,
তবুও ভাববো তুমি একেবারে স্বার্থপর না!
আর জানো নন্দিনী এটাই হবে,
তোমার থেকে আমার পরম পাওয়া!
যদি পারো একটিবার এসে নন্দিনী,
মুছে দিয়ে যাও সকল স্মৃতি তোমার!