আজ কৃষ্ণচূড়ায় আগুন আগুন খেলা--
   হৃদয় বলে, -- " মাতাল হবি চল! "
আজ সন্ধেবেলা জোনাই জ্বালায় বাতি--
    সমীর কহে, -- " প্রেমের কথা বল! "


আজ জলস্রোতে কাঁপছে বুড়ো মেঘ--
  শিশির ভেজা সকাল নিয়েছে নিরুদ্দেশ।
  হিমেল হাওয়ায় আগুন সেঁকে রোদ--
     ফাগুন খামে শীতের বাণী শেষ!


আজ কোকিল কূজন শ্যামল বনানীতে--
   দূরের আকাশ রক্ত মাখে বুকে।
আজ শুকনো ডালে হরিৎ লুকোচুরি--
    পুষ্প ছড়ায় সুবাস দিকে দিকে!


আজ আম্রমুকুল মাদক মেশায় নীলে--
   গেন্দা ফুলেও জরদা মাখা গ্লানি।
আজ মধুকরেরা আমোদ করে ফুলে--
   কষ্ট বাড়ায় শুকনো পাতার ধ্বনি।


আজ শহরে বাসন্তী পুজোর গান--
আজ বিকেলে মন খারাপের ডুব।
নোঙর ঠোঁটে সেই মানুষেরই নাম--
কালবৈশাখী আজ পাতা ঝরায় খুব !


বৈরী বাতাস যেন দোলের উন্মাদনা--
মেতেছে আজ বুড়ো কঁচি সব।
ভগ্ন হৃদয়ে তবু হাজার উদ্দিপনা--
আজ হর্ষ আনে বসন্ত উৎসব।