জীবনের শূন্য অঙ্কটা মেলাতে আমি বারবার ফিরে এসেছি,
এই ইট-পাথরে মোড়া ব্যস্ততম শহরের করিডোরে!
ধোঁয়ার কুণ্ডলী, সবুজের অনটন -- আর ট্রাফিক জ্যামে আটকে থাকা কিছু প্রশ্ন,
আমাকে শুধুই তাড়িয়ে তাড়িয়ে মারে! -- তবু শহরটা থাকে বেশ ঘুমঘোরে!
কিছু নির্বাসিত হওয়া স্বপ্ন -- ক্ষণে ক্ষণে মুক্তির দাবীতে,
ফাঁসির দড়িতে চাই একটা আন্দোলন -- চাই একটা পরিবর্তন!
আজও শেফলীর বুকে জমানো হাজার বছরের দেহ-মোম চুমে,
ওরা নগ্ন সভ্যতার বুকে এঁকে দেয় আরও একটা মেকি বিবর্তন!
কালের ক্ষয়ে কলঙ্কিত হয়ে যাওয়া বেশকিছু রাখালির দেহ,
আজও রাতের আঁধরে ছিঁড়ে খায় শহরের পোষা শৃগাল, কুকুরের দল!
তবে সাক্ষী শুধুই কিছু বোবা ঝিঁঝিপোকা আর কানা জোনাকি!
আর আমার মতো রাত জাগা দূরের ওই স্ট্রিট-লাইট -- বুকে জ্বালিয়ে অনল,
ওদের চিনেছে বারে বারে! -- তবুও শাস্তি-শান্তি কোনোটারই স্পর্শ পায়নি
দুটো চোখহীন ফড়িং জানো বেশ কয়েকবার প্রতিবাদে গর্জে উঠেছিলো,
লাফিয়ে ছিলো বহুদূর! কিন্তু, না! -- কোনকিছুই ঠেকাতে পারেনি!
ওরা বারবার ওকে গরল সাগরে নিক্ষেপ করে -- মৃত্যু দিয়েছিলো !
তবে আমি জীবনের শূন্য অঙ্কটা মেলাতে বারবার ফিরে আসবো,
এই ইট-পাথরে মোড়া ব্যস্ততম শহরের করিডোরে!
ধোঁয়ার কুণ্ডলী, সবুজের অনটন -- আর ট্রাফিক জ্যামে আটকে থাকা কিছু প্রশ্ন,
আমাকে যতই তাড়িয়ে তাড়িয়ে মারুক -- তবু দেখো একদিন খুব ভোরে,
জীবনের শূন্য অঙ্কটা মিলিয়ে নেবো আমি ঠিক করে,
মৃত্যুর আগে পরে হয়তো কোনো একদিন!!