দেখা দাও
                  --সন্দীপ দাস


সীমা হীন এক আকাশ, আর
তার মাঝে আমার একলা দুপুর।
বিকেলের পরন্ত রোদ মনে করায়
ফেলে আসা সমস্ত বেদনা স্মৃতির পাতায়।
আজ ঝাপসা লাগে সব। কি জানি
যার লাগি আমার এ প্রতীক্ষারত দিন,
সেকি ভাবে আমার কথা? একবারও
মনে হয় তার আমি অপেক্ষারত!


আকাশে সাদা মেঘের ভেলা,
আজও মনেতে দেয় দোলা।
আমি ভাববো তোমার কথা।আমি
হব না ক্লান্ত ভাবিয়া তোমার মুরতি।
হে রমনী দেখা দাও, দেখা দাও মোরে
তোমার বিহনে আমি বাঁচিবো কি করে।
তুমি কি বোঝনা আমার ব্যাথা,
আমার অন্তরের না বলা কথা?


যদি দেখা নাহি দিবে তাহলে,
কেন আসিলে মম হৃদয় মাঝারে?
তুমি নিষ্ঠুর, বোঝ না কোন কিছু।
আমার বিষন্ন দিন কাটে ধাবিয়া তোমার পিছু।
বেশি কিছু নাহি চাই আমি,
শুধু একবার দেখিতে চাই তব মুখখানি।